লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আ’লীগের ৬ নেতা গ্রেফতার
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৮
লক্ষ্মীপুরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভা ও রামগতি পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, রামগতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ারেজ মোল্লা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাছ উদ্দিন, সাবেক যুবলীগ নেতা পরান চৌধুরী ও মোহাম্মদ রবি ইসলাম।
এর আগে রোববার দুপুরে আদালত প্রাঙ্গনে লিফলেট বিতরণের সময় জনতার হাতে আটক পরান চৌধুরীকে সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া অপর আওয়ামী লীগ নেতা নুরুল হুদা পাটওয়ারী, জহিরউদ্দিন বাবর, ওয়ারেছ মোল্লা ও আব্বাছ উদ্দিনকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও সাদ আল আফনান হত্যা মামলায় এবং মোহাম্মদ রবি ইসলামকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা ও সাদ আল আফরান হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলি চালায় এবং হামলা করে। এ সময় কলেজশিক্ষার্থী সাদ আল আফনান মারা যায়। এতে দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত তিন শ’ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীদের আসামি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা