০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ২

কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ২ - ছবি : নয়া দিগন্ত

পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের দু’জন নিহত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।

সোমবার সকাল সাড়ে ৭টায় সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ার হোসেন (৬২) ও রহিমা বেগম (৫৫)। তারা নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার নাজিরা বাজার থেকে ভাড়া করা মাইক্রোবাসে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মাইক্রোবাসটি মহাসড়কের ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকেও মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কাজী রিয়াদ (৩৪) এবং মাইক্রোবাসটির চালক।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, মাইক্রোবাসচালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement