রাঙ্গামাটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৫
- কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৫, আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
রাঙ্গামাটির কাউখালীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টায় কাউখালী উপজেলার কাশখালী-বটতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ফটিকছড়ির ডোবাকাটা এলাকার সুখময় চাকমার স্ত্রী রূপালি খীসা (৪০) ও তার ছেলে আদর্শ চাকমা (৮), চাপ্রু মারমার ছেলে চাথুঅং মারমা, মৃত অংসাজাই মারমার ছেলে উসাপ্রু মারমা ও রাঙ্গীপাড়া এলাকার মোজাফ্ফর আহাম্মদের ছেলে সিএনজি চালক মো: তাহের।
এদের মধ্যে চাথুঅং মারমা ও উসাপ্রু মারমাকে অবস্থার অবনতি হলে তাদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক।
জানা গেছে, সকাল ১০টার দিকে কাউখালী থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে এক শিশুসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক ও ড্রাইভার পালিয়ে গেছেন।
কাউখালী থানার ওসি মো: সাইফুর রহমান সোহাগ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা