চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৮
কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শাহেদা বেগম ধনুসাড়া গ্রামের পূর্ব পাড়ার মাওলানা আব্দুল মমিনের স্ত্রী।
শাহেদার স্বামী মাওলানা আব্দুল মমিন বলেন, ‘আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের মতো আজ সোমবার ভোরেও আমি ইমামতির উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যাই। এ সময় আমার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখি। আমার বাড়িতে আমরা দু’জনই বসবাস করি। আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি। ঘরে ও বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। তাৎক্ষণিক আমি স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের ট্যাংকির স্লাব ওপরে তুলে আমার স্ত্রীর পোশাকবিহীন নিথর দেহ দেখতে পাই। তাৎক্ষণিক ঘটনাটি জানা-জানি হলে উৎসুক মানুষ সেখানে ভীড় জমায়। পরে পুলিশ এসে থেকে লাশ উদ্ধার করে।’
শাহেদার ছেলে পল্লী চিকিৎসক মাছুম বিল্লাহ ওয়াহেদ বলেন, ‘আমরা পুরাতন বাড়িতে থাকি। নতুন বাড়িতে শুধুমাত্র আমার মা-বাবা থাকে। কী কারণে কে বা কারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নেই।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পিবিআই তদন্তদল কাজ করছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা