০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর উপহার দিলো জামায়াত

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর উপহার দিলো জামায়াত - ছবি : নয়া দিগন্ত

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনীতে ক্ষতিগ্রস্ত অসহায় সনাতন ধর্মালম্বী মিতুল চন্দ্র দাসসহ তিনজনকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার সকালে শহরের সুলতানপুর এলাকায় নির্মিত ঘর উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি শিশুদের চকলেট উপহার দেন।

উদ্বোধনের সময় ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান ছাড়াও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মোহাম্মদ মাছুম ও কুমিল্লা জেলা আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দীন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, সাবেক জেলা আমির এ কে এম সামছুদ্দীন, নায়েবে আমির আবু ইউসুফ, সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমুখ সাথে ছিলেন।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আমির এম মামুনুর রশিদ জানান, বন্যায় ঘর ভেঙ্গে মিতুল চন্দ্র দাস, মনোয়ারা বেগম ও মো: মানিক নিঃস্ব হয়ে পড়েন। তারা পরিবার নিয়ে দীর্ঘদিন অন্যের ঘরো বসবাস করছেন। তাদের তিন পরিবারকে পাঁচ লাখ টাকা ব্যয়ে ঘর উপহার দেয়া হয়েছে।

মিতুল চন্দ্র দাস ঘর পেয়ে দারুণ খুশি। তিনি জানান, বন্যার ঘর হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছেন। পার্টস দোকানে চাকরি করে মা ও স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতে কষ্ট হয়। এর মধ্যে নতুন ঘর তৈরি করা অসম্ভব ছিল। জামায়াতের পক্ষ থেকে ঘর পেয়ে অনেক উপকার হয়েছে তার। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নগদ অর্থ সহায়তা দিয়েছেন।

জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান জানান, ‘ভারতীয়রা বল্লামুখার বাঁধের ৯০০ ফুট কেটে দেয়ায় ফেনীসহ আশপাশের জেলা বন্যায় ডুবে যায়। যার ফলে কয়েক জেলার বাসিন্দারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। আন্তর্জাতিকভাবে প্রতিবাদ জানিয়ে প্রতিকার পেতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বাঁধটি সরজমিনে দেখতে আসছেন। বাঁধ পরিদর্শন শেষে তিনি পরশুরাম পৌর শহরে পথসভায় বক্তব্য দেবেন।’

মুফতি আবদুল হান্নান আরো জানান, ‘জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুরে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইসতিয়াক অহামেদ শ্রাবণের কবর জিয়ারত করবেন। দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে বিকেলে দাগনভূঞা উপজেলার পথসভায় বক্তব্য দেবেন।’


আরো সংবাদ



premium cement
চিরিরবন্দরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আটক অনলাইনে মামলা দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না : উত্তর কোরিয়া রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা ইসরাইলের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে ফৈাজদারি তদন্ত নরসিংদী যাওয়ার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রায় ২০ নেতাকর্মী গ্রেফতার লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় আ’লীগের ৬ নেতা গ্রেফতার সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১৫ তিন দেশে ট্রাম্পের শুল্কারোপে বড় ধাক্কা এশিয়ার শেয়ার বাজারে বেসিক ব্যাংকের ১৪ মামলা অধিকতর তদন্তের নির্দেশ সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ড, বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই

সকল