ফেনী পৌঁছেছেন জামায়াত আমির
- ফেনী অফিস
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮, আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭
ফেনী পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা থেকে সড়কপথে ফেনী সার্কিট হাউজে পৌঁছান।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মোহাম্মদ মাছুম ও কুমিল্লা জেলা আমির কাজী দ্বীন মোহাম্মদ।
ফেনী সার্কিট হাউজে তাকে অভ্যর্থনা জানান জেলা আমির মুফতি আবদুল হান্নান। এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, অ্যাডভোকেট এস এম কামাল উদ্দীন, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, সাবেক জেলা আমির এ কে এম সামছুদ্দীন, নায়েবে আমির আবু ইউসুফ, সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘ভারতীয়রা বল্লামুখার বাঁধের ৯০০ ফুট কেটে দেয়ায় ফেনীসহ আশপাশের জেলা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে। যার ফলে কয়েক জেলার বাসিন্দারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। আন্তর্জাতিকভাবে প্রতিবাদ জানিয়ে প্রতিকার পেতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বাঁধটি সরেজমিনে দেখতে আসছেন। বাঁধ পরিদর্শন শেষে তিনি পরশুরাম পৌর শহরে পথসভায় বক্তব্য দিবেন।’
মুফতি আবদুল হান্নান আরো বলেন, ‘সকালে আমিরে জামায়াত শহরের সুলতানপুরে একটি অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহারস্বরূপ নির্মিত ঘর উদ্বোধন করবেন। এরপর ফুলগাজী উপজেলার আনন্দপুরে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইসতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করবেন। দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে বিকেলে দাগনভূঞা উপজেলার পথসভায় বক্তব্য দিবেন।’