জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৭
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ইসলামের পক্ষে যে অগ্রযাত্রা তৈরি হচ্ছিল তা থামিয়ে দিতে আওয়ামী লীগ বিদেশি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বাংলাদেশের ইসলামী নেতাদেরকে হত্যা করেছিল। ওরা চেয়েছিল এদেশে যেন ধর্মপ্রাণ তাওহিদি জনতা থমকে যায়। তারা যেন সবুজ শ্যামল এই বাংলাদেশে ইসলামি ঝাণ্ডাকে উড়ানোর সাহস না করে।
তিনি বলেন, ইসলামপন্থীরা যাতে ভীতসন্ত্রস্থ হয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে শামিল না হয় এই উদ্যেশে তারা জামায়াতে ইসলামীর নেতাদেরকে ফাঁসি দিয়েছিল। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তাদের ষড়যন্ত্র সফল হয়নি। উল্টো তাদেরকেই পালিয়ে যেতে হয়েছে। ইসলামী আন্দোলনের নেতারা গলায় ফাঁসির রশি পরেছে, কিন্তু পালিয়ে যায়নি।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, খালিদ বিন ওয়ালিদের অনুসারিরা পালাতে জানে না। কারণ, মুমিনদের হারানোর কিছু নেই। ইহকাল ক্ষণস্থায়ী। এখানে আমরা কেউ চিরদিন থাকবো না। বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের সৌভাগ্য লাভ করবেন। পবিত্র কোরআন ও হাদিস আমাদেরকে একথাই শিখিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা