০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ফেনীতে জামায়াত নেতা-কর্মীদের স্বাগত মিছিল

ফেনীতে জামায়াত নেতা-কর্মীদের স্বাগত মিছিল - ছবি : নয়া দিগন্ত

ফেনীতে বল্লামুখার বাঁধ পরিদর্শনে সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) তিনি বল্লামুখার বাঁধ পরিদর্শন করবেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে ফেনীতে স্বাগত মিছিল করা হয়েছে।

জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান জানান, ‘ভারতীয়রা বল্লামুখার বাঁধের ৯০০ ফুট কেটে দেয়ায় ফেনীসহ আশপাশের জেলা স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে। যার ফলে কয়েক জেলার বাসিন্দারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। আন্তর্জাতিকভাবে প্রতিবাদ জানিয়ে প্রতিকার পেতে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান বাঁধটি সরজমিনে দেখতে আসছেন। বাঁধ পরিদর্শন শেষে তিনি পরশুরাম পৌর শহরে পথসভায় বক্তব্য দিবেন।’

মুফতি আবদুল হান্নান আরো জানান, ‘সকালে আমিরে জামায়াত ফেনী পৌঁছার পর শহরের সুলতানপুরে একটি অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহারস্বরূপ নির্মিত ঘর উদ্বোধন করবেন। এরপর ফুলগাজী উপজেলার আনন্দপুরে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ইসতিয়াক অহামেদ শ্রাবণের কবর জিয়ারত করবেন। দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় এবং মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে বিকেলে দাগনভূঞা উপজেলার পথসভায় বক্তব্য দিবেন।

এদিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে রোববার রাতে ফেনী শহরে স্বাগত মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। ট্রাংক রোডের কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে শহর জামায়াতের উদ্যোগে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক ট্রাংক রোড, খেজুর চত্বর, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, দোয়েল চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়।

এ সময় জেলা আমির মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে মিছিলে সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম, সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: ইলিয়াছ, পেশাজীবী সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মানিক, শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ওমর ফারুক, জেলা সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা

সকল