০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

চট্টগ্রামে ৩ পাহাড়ি উপজাতি সন্ত্রাসী আটক

আটক হওয়া তিন পাহাড়ি উপজাতি - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশে তিন পাহাড়ি উপজাতি সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ লট এলাহাবাদ গুইল্লাছড়ি খালের কাছে আমতল এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। এ সময় খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিন পাহাড়ি সন্ত্রাসীকে থানায় নিয়ে আসেন।

আটক পাহাড়ি সন্ত্রাসীরা হলেন চাইহ্লা খিয়াং (৪০), বাবা পরলোকগত অংথোয়াইপ্রু, না না মংপ খিয়াং (৫৩), বাবা পরলোকগত লুইসা খিয়াং এবং চিংলা খিয়াং (৪৫), বাবা পরলোকগত সেইথোয়াই খিয়াং।

আটক সন্ত্রাসীরা উপজেলার গুংগুরু পশ্চিমপাড়া ২ নম্বর ওয়ার্ড ধোপাছড়ি ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

কাঞ্চননাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: আনিস (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) গতকাল রাতে নয়া দিগন্তকে জানান, বেশ কয়েকজন পাহাড়ি সন্ত্রাসী ওই এলাকায় অবস্থান করছে জানতে পেরে এলাকার কয়েক শ’ মানুষ ঘটনাস্থলে পৌঁছে তাদের তাড়া করে এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওই তিনজনকে তারা আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভারপ্রাপ্ত ষুযুৎ যশ চাকমা বলেন, ‘আটক উপজাতিরা পাহাড়ি সন্ত্রাসী কিনা বা তারা কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, সম্প্রতি চন্দনাইশ ও পটিয়া উপজেলার পাহাড়ি সীমান্ত থেকে কয়েক দফায় অন্তত দুই ডজন কৃষি শ্রমিকে অপহরণ করে এবং প্রত্যেককে আবার মুক্তিপণ দিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আনিস।


আরো সংবাদ



premium cement
মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার যমুনায় যাওয়ার পথে বাধা, রাস্তা অবরোধ অভ্যুত্থানে আহতদের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার আবারো প্রস্তাব ট্রম্পের প্রাইজ বন্ডের ১১৮তম ড্র অনুষ্ঠিত ফেনীতে জামায়াত নেতা-কর্মীদের স্বাগত মিছিল যশোর সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ

সকল