চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মশালা অনুষ্ঠিত
- চাঁদপুর প্রতিনিধি
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল আয়োজিত শীর্ষক কর্মশালা "Role of IQAC in Quality Enhancement in HEIs" অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভবন-২, সেমিনার হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাসুমা হাবীব।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. পেয়ার আহম্মেদের সভাপতিত্বে ও অত্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক, IQAC প্রভাষক বাইজীদ আহম্মেদ রনি সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউজিসির পরিচালক ড. দুর্গা রাণী সরকার। প্রেজেন্টেশন প্রদান করেন ইউজিসির উপ পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্যাহ।
স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সোহেল রানা, মানপত্র পাঠ করেন জাহিদুল ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাহিন আসাদ কবির, গীতা পাঠ করেন সদসুদয়।
বিশেষ অতিথি ছিলেন ইউজিসির অতিরিক্ত পরিচালক আকরাম আলি খান, সহকারী পরিচালক মোস্তাক আহমেদ। আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা, প্রভাষক সাজ্জাদুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা