০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৯ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩

নিহত স্বেচ্ছাসেবকদল সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া - ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া (৫০) নিহতের ঘটনায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রধান আসামি করে ৭৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) নিহত সেলিম ভূঁইয়ার বড় ভাই আব্দুর রহিম নাঙ্গলকোট থানায় এ হত্যা মামলা করেন। এর আগে শনিবার দিবাগত রাতে তিন যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল গ্রামের খিলপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে।

গ্রেফতার আসামিরা হলেন উপজেলার বটতলী ইউনিয়ন যুবদল নেতা কাশীপুর গ্রামের ফারুক হোসেন, নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল গ্রামের আফসার ও একই গ্রামের মোহাম্মদ হেলাল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘর্ষের ঘটনায় আটদের সম্পৃক্ততা প্রমাণ হওয়ায় রোববার বিকেলে তাদেরকে কুমিল্লার আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ হস্তান্তর করে পুলিশ। পরে বিকেল ৩টার দিকে স্থানীয় দায়েমছাতি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সেলিম ভূঁইয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার জনসভা চলা কালে ওই এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপের সাথে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে গুরুতর আহত সেলিম ভূঁইয়াকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের ঘটনার বিষয়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া কিছুই জানেন না দাবি করলেও অপর গ্রুপের নেতা সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া বলেন, কাকৈরতলায় তার সমাবেশে যাওয়ার পথে মোবাশ্বের আলম ভূঁইয়ার উপস্থিতিতে তার নেতা-কর্মীদের উপর এ হামলার ঘটনা ঘটে।

হত্যা মামলায় অপর অভিযুক্তরা হলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক নির্বাহী সদস্য কামাল হোসেন মজুমদার, পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক মহিন প্রকাশ স্কেরাফ মহিন, উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন লিটন, আবদুল মমিন, পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব কামাল হোসেন, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসেন টিপু, কিনারা গ্রামের আনোয়ার হোসেন ভূঁইয়া, বাঙ্গড্ডা গ্রামের গিয়াস উদ্দিন, শাহ নেওয়াজ, উপজেলা যুবদল সদস্য ফারুক হোসেন কুতুব, ফারুক মোল্লা, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ কমিশনার, বাঙ্গড্ডা গ্রামের সোহাগ, জহির, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, সাবেক আহ্বায়ক শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান, পৌরসভা ছাত্রদল নেতা আব্দুল্লাহ পারভেজ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ, হরিপুর গ্রামের পারভেজ, জামাল হোসেন, উপজেলা যুবদল সদস্য রফিকুল ইসলাম খোকন, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ ডলি, বেতাগাঁও গ্রামের ইকবাল, পৌরসভা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম, বেতাগাঁও গ্রামের আলমগীর, মাধবপুর গ্রামের আনোয়ার মাহমুদ মিলন, শালুকিয়া গ্রামের রাসেল মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক আবদুর রহিম সুজন, উপজেলা যুবদল সদস্য মোবারক হোসেনসহ অজ্ঞাত আরো ৪০ জন।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় রোববার দুপুরে ৩৯ জনের নাম উল্লেখ করে ও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে নিহতের ভাই আব্দুর রহিম। মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
বাংলাদেশীদের জন্য ভিসা আরো সহজ করল থাইল্যান্ড নবাবগঞ্জে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়ি আটক ২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে ৮৩ শতাংশ নাটোর জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক আজিজ, সদস্য রঞ্জু বিশ্ব ইজতেমার দুই কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা তারেক রহমানের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাইমা রহমান চট্টগ্রামে ৩ পাহাড়ি উপজাতি সন্ত্রাসী আটক পুলিশের কাছ থেকে সুজানগর আওয়ামী লীগ সভাপতিকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা লালপুরে শিক্ষার্থী প্রার্থনার পাশে দাঁড়ালেন তারেক রহমান খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

সকল