পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে যোগ দিলেন অনুপ কুমার চাকমা
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪০
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (সিএইচটিডিবির) চেয়ারম্যান পদে নব নিযুক্ত চেয়ারম্যান মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা রাঙ্গামাটির উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে এসে পৌঁছালে নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমাকে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের রাঙ্গামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হন এবং বোর্ডের সার্বিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।
এ সময় বোর্ডকর্তৃক বাস্তবায়নাধীন স্কিম-প্রকল্পগুলোর গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কর্মকাণ্ডের অগ্রগতি সম্বন্ধে চেয়ারম্যানকে অবহিত করা হয়।