০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বন্ধে চান্দিনায় চালকদের মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বন্ধে চান্দিনায় চালকদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ডাকাতি-ছিনতাই রোধে মানববন্ধন করেছেন চালকরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী শব্দলপুর-ইলিয়টগঞ্জ এলাকায় ওই মানববন্ধন করেন তারা। পরে মহাসড়কে বিক্ষোভ মিছিলও করেন।

তাদের সাথে বিভিন্ন হালকা যানবাহনের চালক ও যাত্রীরাও একাত্মতা প্রকাশ করেন।

এ সময় মহাসড়কের উভয় পাশে ৮-১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টায় পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধ চালকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জানা যায়, গত ৩-৪ মাস ধরে মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর থেকে দাউদকান্দি উপজেলার রায়পুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় সন্ধ্যার পর থেকেই চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। মহাসড়কের যাত্রীবাহী প্রাইভেট পরিবহনগুলোতে প্রায়ই রড ছুড়ে ডাকাতির ঘটনা ঘটছে।

আরো জানা যায়, এখানে একাধিক চক্র রয়েছে। স্থানীয় চোর, ডাকাত ও ছিনতাইকারীদের যোগসাজসে আন্তঃজেলা ডাকাতদল চক্র সক্রিয় রয়েছে। ডাকাতরা চলন্ত গাড়িতে হঠাৎ লোহার রড ছুড়ে মারে। চালকরা যান্ত্রিক ত্রুটি ভেবে দ্রুত গাড়ি থামাতেই ডাকাতদল আক্রমণ করে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয়।

এছাড়াও কোনো পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে চালকরা ওয়াসরুম ব্যবহার বা বিশ্রাম করতে গেলে পড়তে হচ্ছে ছিনতাইকারীদের কবলে। এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের যথাযথ ভূমিকা নেই বলে অভিযোগ করেন চালকরা।

বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি সাগর মাহমুদ টিপু অভিযোগ করে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত রাতের আঁধারে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকারে হামলা, চালকদেরকে গুম করে ফেলা ও নৃশংসভাবে হত্যা, গাড়িতে ডাকাতি, ছিনতাই এবং বিদেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের গাড়িতে টার্গেট করে ডাকাতির ঘটনা ঘটছে।’

তিনি আরো বলেন, ‘মহাসড়ক সংলগ্ন হোটেল রেস্তোরার সামনে যাত্রাবিরতিকালে হিজড়াদের চাঁদাবাজিতে গাড়িচালক ও যাত্রীরা অস্থির। আবার ডাকাতদল ডাকাতি শেষে কৌশলে চালকদের ইঙ্গিত করে যাত্রীদের কাছে ফাঁসিয়ে দিয়ে যাচ্ছে। এতে করে প্রায়ই চালকরা বিনা অপরাধে জেল-জুলুমের শিকার হচ্ছেন। এই ধরনের হয়রানি থেকে মুক্তির জন্য মহাসড়কে নিরাপত্তা চান চালক ও মালিকরা।’

এদিকে, চালকদের মহাসড়ক অবরোধকালে ঘটনাস্থলে আসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিকসহ পুলিশের একাধিক টিম।

দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর জানান, ‘চালকদের দাবিগুলো যৌক্তিক। মহাসড়ক নিরাপদ রাখতে চালকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
বই ছাপার আগে সেন্সরশিপ করার প্রশ্নই আসে না : সংস্কৃতি উপদেষ্টা কারিগরি শিক্ষাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ : শিক্ষা সাংবাদিকদের বৈঠকে সচিব দুবলারচরের অপহৃত ১৫ জেলের জন্য জলদস্যুদের মুক্তিপণ দাবি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে ঢাকা ছাড়লেন ফখরুল-খসরু কারিগরি শিক্ষাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে যোগ দিলেন অনুপ কুমার চাকমা ফুলবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩ আ.লীগ পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে মিডিয়া ও আমলারা : হাসনাত আব্দুল্লাহ স্ত্রী সন্তানসহ শাহজাহান খানের বিরূদ্ধে দুদকের ৩ মামলা সাবেক মন্ত্রী মোজাম্মেল হকসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা রায়গঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত লেবুর লাশ উত্তোলন

সকল