আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- নুরুন্নবী ভুইয়া, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৭, আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সালমান (২১) নামে আরেক শ্রমিক।
রোববার (২ ফেব্রুয়ারি) আখাউড়ার আমোদাবাদ গ্রামের একটি স্কুল ভবনের ছাদে কাজ করার সময় ঘটনাটি ঘটে।
কামাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং সালমান একই উপজেলার কামালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে উপজেলার আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে কাজ করছিলেন কামাল ও সালমান। এই সময় অসাবধানতায় একটি লোহার রড বৈদ্যুতিক তারে লাগলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। সালমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। ময়নাতদন্তের জন্য কামালের লাশ ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা