০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

নবীনগরে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নবীনগরে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত - প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈদ্যুতিক খুঁটি সাথে মোটরসাইকেলের ধাক্কায় শিহাব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক বোরহান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ মাইক্রো গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব উপজেলার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি দ্রুতগতি এসে নিয়ন্ত্রণ হারিয়ে আলিয়াবাদ এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে মোটরসাইকেলের চালক বোরহান ও পেছনে বসা শিহাব গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে।

নবীনগর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই মারা যায়। উন্নত চিকিৎসার জন্য বোরহানকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিহাব একজন স্বেচ্ছাসেবী কর্মী ছিলেন।


আরো সংবাদ



premium cement