সাতকানিয়ায় গাছ কাটতে গিয়ে কাঠ ব্যবসায়ী নিহত
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় গাছ কাটতে গিয়ে মনিরুল হক শিবলু (৩৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগরিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আকবর পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কার্ড ব্যবসায়ী মনিরুল হক চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর ইউনিয়নের ভান্ডারী পাড়ার নুরুল হক ভান্ডারীর একমাত্র ছেলে। তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান ও খাগরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ আকবর জানান, কাঠ ব্যবসায়ী মনিরুল হক ওই এলাকায় কয়েকটি গাছ ক্রয় করেন। শ্রমিকরা যখন ওই গাছ কাটছিল তখন একটি গাছের বড় ডাল অপর একটি গাছের সাথে ধাক্কা লেগে তার মাথায় আঘাত করে মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাত সাড়ে ১১টায় নিহতের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা