‘ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব’
- মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০২
ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটাকে কাজে লাগাতে হবে। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই সময়ে ইনসাফভিত্তিক ও কল্যাণময় সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
শনিবার (১ ফেব্রুয়ারি) লোহাগাড়ার পদুয়ায় সগিরা পাড়া এম যে আর হাকিমিয়া দাখিল মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেন, ‘ইসলাম মানবতার একমাত্র পথ। ইসলামের নির্দেশিত পথে সমাজ বিনির্মাণ করা গেলে দেশে কোনো অশান্তি থাকবে না।’
এ সময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এনামুল হক মোজাদ্দেদী, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, উপাধ্যক্ষ হাফেজ মাওলানা শাহে আলম, পদুয়া আইনুল উলুম দারুসসুন্নাহ মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম, সুফি ফতেহ আলী ও আইসি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুদ্দিন।
বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক আহমদ ও আব্দুর রহিম মেম্বারের সভাপতিত্বে সভায় ও জাহেদ হোসাইনের পরিচালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হামিদুল হক, সেক্রেটারি আব্দুর রহমান, মাওলানা মাহমুদুল হক, কাজী জসিম উদ্দিন, নুরুল ইসলাম সিকদার, জিয়াউল হক, সাইফুল ইসলাম প্রমুখ।