ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হবে : উপদেষ্টা আদিলুর
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২
বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাখা যায় তার জন্য আমরা সারাদেশে এই বার্তা সকলের কাছে দিতে চাই।’
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ওমর বিন নূরুল আবছারের পরিবারের সাথে সাক্ষাৎ করে শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
এসময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে সমস্ত অন্যায়-অবিচার শহীদরা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে অবসান ঘটিয়েছেন। তা যেন আর কোনোদিন কোনোভাবেই ফিরে আসতে না পারে। সমস্ত অত্যাচার ও অবিচারের যেন পরিসমাপ্তি ঘটে, এই জন্যই আমরা বার বার শহীদদের কাছে ছুটে আসি এবং তাদের (শহীদদের) কবর জিয়ারত করা।
এর আগে শহীদ ওমরের বাড়িতে যান আদিলুর রহমান খান এবং তার মায়ের সাথে দেখা করে তাদের পরিবারের খোঁজ-খবর নেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মো: জাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো: শাকিল, জামায়াত নেতা মো: ইউসুফ, মো: নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।