কুমিল্লায় যুবদল নেতা হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে মানববন্ধন
বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার- কুমিল্লা প্রতিনিধি
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩
কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের লাশ নিয়ে বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এর আগে নিহত তৌহিদের এলাকায় বিক্ষোভ করে স্থানীয়রা।
তৌহিদ আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
এদিকে সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনীর তিনটি গাড়ি ও একটি লাল রঙের গাড়ি এসে তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। পরদিন বেলা সাড়ে ১২টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তার লাশ খুঁজে পায়। নিহত তৌহিদের পুরো শরীরে বেদম আঘাতের চিহ্ন দেখা যায় বলেও বক্তারা উল্লেখ করেন।
নিহত তৌহিদের বড় ভাই আবুল কালাম আজাদ জানান, স্থানীয় কয়েকজনের সাথে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব আছে। তারা সেনাবাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
আজ শনিবার বিকেলে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তৌহিদের লাশ দাফন করা হয়।
অপরদিকে যুবদল নেতা হত্যার ঘটনায় আইএসপিআর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে তৌহিদুল ইসলামমের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করা হয়, এ ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে তৌহিদুলের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আইএসপিআরের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।