৪১ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেলেন ৪০ কিশোর
- দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৫
টানা ৪১ দিন তাকবিরে উলার সাথে জামাতে নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়েছেন ৪০জন কিশোর। এছাড়া ২৬৩ জন কিশোর পেয়েছেন কালার কোডেট কোরআন শরিফ, টুপি ও দেয়াল গড়ি।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ইছহাকিয়া ফাউন্ডেশনের উদ্যাগে ইছহাকিয়া এতিমখানা মাদরাসা মাঠে এ পুরস্কার দেয়া হয়।
প্রতিযোগিতায় সর্বমোট ৩০৩ জন অংশ গ্রহণ করেছিলেন। তার মধ্যে তাকবিরে উলার সাথে জামাতে নামাজ আদায় করায় ৪০ জনকে সাইকেল পুরস্কার দেয়া হয়।
প্রকৌশলী ইউসুফের সভাপতিত্বে ও আবুল হাশেম মোহাম্মদ নুরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুধমুখার পীর শাহ মোহাম্মদ সোলাইমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আবু নাছের শাহজালাল।
ইছহাকিয়া ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর শরীফুর রহমান আদিল জানান, আমাদের সংগঠনের উদ্যাগে এলাকার তরুণদের নামাজমুখী করে গড়ে তোলার জন্য এ আয়োজন। এতে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মন করছি। আগামীতেও আমাদের সংগঠনের উদ্যাগে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে চাই।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম জানান, এটি নিঃসন্দেহ একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে এলাকার যুব সমাজ নামাজমুখী হবে।