মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় অসুস্থ শিশুর মৃত্যু
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭
চট্টগ্রামের পটিয়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মিনি ট্রাকচাপায় আবির (২) নামে এক শিশু মা-বাবার চোখের সামনেই নিহত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পটিয়া পৌর সদরের পটিয়া আল জামিয়া আল ইসলামিয়ার (পটিয়া মাদরাসার) সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার ব্যক্তিরা পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান সওদাগড় বাড়ির বাসিন্দা।
জানা গেছে, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় মা জান্নাতুল ফেরদৌস ও বাবা জুবায়ের অসুস্থ শিশু আবিরকে নিয়ে পটিয়া হাসপাতালে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে একটি মিনি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে শিশু আবির মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিশু আবির মারা যায়। এ ঘটনায় শিশুটির বাবা জুবায়ের আহত না হলেও মা জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হন। তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মিনি ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।