‘ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী অপতৎপরতা রুখে দিতে হবে’
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬
ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী অপতৎপরতা রুখে দিতে হবে মন্তব্য করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: নুরুল আমিন বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য যারা ভাগবাটোয়ারা করে স্বৈরাচার আওয়ামী লীগদের সাথে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ হাসিল করছেন তারাও আওয়ামী ফ্যাসিস্টদের দোসর। আওয়ামী দোসরদের কারণে গণমানুষের কাছে জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিরসরাই সদরের পাইলট স্কুল মাঠে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যে সৃষ্টি আওয়ামী অপতৎপরতার বিরুদ্ধে ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশে প্রধান অতিথির তিনি একথা বলেন।
মো: নুরুল আমিন বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের জনসমর্থন ছাড়া অংশ নেয়া যাবে না। তাই জনগণের আস্থা অর্জন করতে হবে। দলের নাম ভেঙে যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন খুব শীঘ্রই তাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে।’
তিনি বলেন, ‘অনেকে জুলাই-আগস্ট আন্দোলনের সুফল নিতে চাচ্ছেন। এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। তারেক রহমানের ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কৃষক শ্রমিক খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের পাশে দাঁড়ানো। তাই আমাদের সকলের উচিত আগামী নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা বাস্তবায়নে পুরোদমে কাজ করে যাওয়া।’
এ সময় সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেক ও উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামসেদ কমিশনার, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তবারক হোসেন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য আবু শাহাদাত সায়েম।
এ সময় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাশেম, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনজুর মোর্শেদ কনক, সদস্য সচিব কামরুল হাসান, মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানরাজ আহমেদ তপু, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম, সদস্য সচিব আশরাফ রিয়াজ ও যুবদল নেতা ফিরোজ খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।