০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : কায়কোবাদ

- ছবি : নয়া দিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাচঁবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন।’

তিনি বলেন, ‘বিগত আন্দোলনে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।’

আজ শনিবার দুপুরে উপজেলার মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর ছাত্র একতা সংঘের আয়োজিত ‘স্বপনের মুরাদনগর’ তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, ‘আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। বিগত সরকারের রেখে যাওয়া চাদাঁবাজি ও দুর্নীতি এখনো রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা সাক্ষী দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল। আল্লাহ আমাকে রক্ষা করেছে।’

সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আরফিন।

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমির মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাদন, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত ইসলাম নাহিদ, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোনালি আক্তার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম, মুরাদনগর মুজাফ্ফারুল উলূম মাদরাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ উল্লাহ ওমায়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাফেজ কাজী আশরাফ ইবনে জুন্নুন, নবীয়াবাদ মাদরাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের ক্লাব এসেক্সে ডাক পেলেন শরিফুল উজিরপুরের সন্ধ্যা নদী থেকে ট্রলার চালক মাহাবুল নিখোঁজ লিবিয়া উপকূলে ২০ লাশ উদ্ধার, সবাই বাংলাদেশী হওয়ার আশঙ্কা জাকসু নিয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই : রহমাতুল্লাহ ইজতেমায় দুই দিনে ৪ জনের মৃত্যু সুরভি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রংপুরে ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় যুব লীগ নেতা গ্রেফতার ১৮ ফুটবলারকে ডেকেছে কমিটি ড্রামের খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি রংপুরকে হটিয়ে কোয়ালিফায়ারে চট্টগ্রাম, ছয় ম্যাচ পর বরিশালের হার

সকল