২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

লাকসামে আবাসিক হোটেল থেকে বীমাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

লাকসামে আবাসিক হোটেল থেকে আলতাফ হোসেন রিপন (৪৭) নামে এক বীমাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের বাইপাস ড্রীম হোটেলের একটি কক্ষ থেকে বস্ত্রহীন অবস্থায় তার অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার আলতাফ হোসেন রিপন নোয়াখালী জেলার লক্ষ্মীপুর থানার ১৬ নম্বর শাকচর গ্রামের মরহুম নুরুজ্জামানের বড় ছেলে। তিনি প্রগতি লাইফ ইন্সুরেন্সে চাকরি করতেন। এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি।

হোটেলের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ২৫ তারিখে রাতে আলতাফ হোসেন হোটেলের ৮ নম্বর রুম বুকিং করেন। এক দিন পর রুম ভাড়া দেয়ার কথা থাকলেও তিনি পরিশোধ করেননি। আজ (সোমবার) সকালে হোটেল রুমবয় তুহিন তার কাছ থেকে ভাড়া নেয়ার জন্য ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজারকে জানায়। পরে সবাই এসে দেখতে পায় বিছানার ওপর বস্ত্রহীন অবস্থায় অর্ধ ঝুলন্ত গলায় রসি পেঁচানো ফাঁস লাগানো অবস্থায় তিনি রয়েছেন।

নিহতের নিকটাত্মীয় আরজু বলেন, তিনি ২৪ জানুয়ারি থেকে নিখোঁজ। আমরা ২৫ জানুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। নিখোঁজের তিন দিন পর আজ সোমবার লাকসাম ড্রীম হোটেলে অর্ধ ঝুলন্ত লাশ পাওয়া যায়।

স্থানীয় লোকজন জানান, ওই হোটেলে মাদক ও নারী সংক্রান্ত ঘটনায় ইতোঃপূর্বে প্রশাসনের অভিযানে কয়েকবার জরিমানা করা হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট এলে তা জানা যাবে।


আরো সংবাদ



premium cement