দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
- দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জায়লস্কর ইউপি এলাকার এইচএম রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ফেনী-নোয়াখালী সড়ক থেকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নূর মোহাম্মদ প্র: বাবু (৩২) ফখরুল ইসলাম ফাহাদ (২১) ও নাহিদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে পুলিশ।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে হস্তান্তর করা হয়েছে।