২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

দোহাজারীতে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত

দোহাজারীতে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে যুবক নিহত - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এত আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার (২৭ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নাঈম (৩০) চন্দনাইশ উপজেলার হাশিমপুর ৯ নম্বর ওয়ার্ডের বড় পাড়ার মরহুম মো: রমজান আলীর ছেলে।

আহতরা হলেন একই এলাকার আকর আলী ছেলে অটোরিকশাচালক মো: জুয়েল (৩০), নুর হোসেনের ছেলে সাব্বির (১৮) এবং ওই এলাকার ঘর জামাই মো: সেলিম (৪০)।

তাদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, নাঈমসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশায় লোহাগাড়া যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা নাঈমসহ চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক শুভ রঞ্জন চাকমা জানান, আহত অবস্থায় চারজনকে চমেক হাসপাতালে নেয়া হলে নাঈম নামের একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement