২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

বান্দরবানে অস্ত্রসহ ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য আটক

- ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের লামা থেকে অস্ত্রসহ মংএনু মারমা (৩৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় জনতা।

আজ সোমবার সকালে লামা উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

মংএনু মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী দলের সদস্যরা ওই এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও এলাকায় সন্ত্রাসী তৎপরত চালিয়ে আসছে।

ক্যায়াজুপাড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) আতিকুর রহমান জানান, আজ সকালে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের তিন সদস্য লম্বাঘোনা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার চালাতে সেখানে যায়। পরে স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে সেখানে মংএনু অস্ত্রসহ ধরা পড়েন এবং বাকি দু’জন পালিয়ে যান। এ সময় মংএনুর কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা পুলিশের কাছে হস্তান্তর করে।


আরো সংবাদ



premium cement