২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই খাগড়াছড়িতে আটক

রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই খাগড়াছড়িতে আটক - ছবি : সংগৃহীত

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের জানালায় ঝুলে থাকা আমির হোসেন (১৮) নামে এক তরুণকে গুলি করার ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আটক হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) রাতে আলোচিত এই ঘটনায় পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে আটক করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে রোবাবার রাতে তাকে আটক করা হয়। এ সময় ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তাদের সাথে ছিল।

ওসি জানান, ওই দিন তিনি ঘটনার সময় উপস্থিত থাকলেও গুলি করার বিষয়টি স্বীকার করেননি। আটকের পর পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, ডিএমপি থেকে পোস্টিং হয়ে তিনি খাগড়াছড়ি জেলায় আসেন। পরে গত ৭ নভেম্বর থেকে তিনি দীঘিনালা থানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালীন ১৯ জুলাই রাজধানীর রামপুরায় পুলিশের হাত থেকে বাঁচতে নির্মাণাধীন একটি ভবনে ঝুলে থাকে আমির হোসেন। এ সময় তাকে লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি করার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই সময় আমির হোসেনের দুই পায়ে মোট ছয়টি গুলি করে পুলিশ। গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তিনি প্রায় পঙ্গু হয়ে গেছেন।

আমির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান। ছয় থেকে সাত বছর আগে মাকে হারিয়ে তারা তিন ভাই-বোন ঢাকায় চলে আসেন। নয়াপাড়ায় একটি টিনশেড বাসায় তিন ভাই-বোন থাকেন।


আরো সংবাদ



premium cement
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না’ রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান মন্ত্রণালয়ের ঈশ্বরগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সকল