রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই খাগড়াছড়িতে আটক
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ২৭ জানুয়ারি ২০২৫, ১০:০৭, আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১৭
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের জানালায় ঝুলে থাকা আমির হোসেন (১৮) নামে এক তরুণকে গুলি করার ঘটনায় অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আটক হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) রাতে আলোচিত এই ঘটনায় পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে আটক করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে রোবাবার রাতে তাকে আটক করা হয়। এ সময় ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তাদের সাথে ছিল।
ওসি জানান, ওই দিন তিনি ঘটনার সময় উপস্থিত থাকলেও গুলি করার বিষয়টি স্বীকার করেননি। আটকের পর পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, ডিএমপি থেকে পোস্টিং হয়ে তিনি খাগড়াছড়ি জেলায় আসেন। পরে গত ৭ নভেম্বর থেকে তিনি দীঘিনালা থানায় কর্মরত ছিলেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালীন ১৯ জুলাই রাজধানীর রামপুরায় পুলিশের হাত থেকে বাঁচতে নির্মাণাধীন একটি ভবনে ঝুলে থাকে আমির হোসেন। এ সময় তাকে লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলি করার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই সময় আমির হোসেনের দুই পায়ে মোট ছয়টি গুলি করে পুলিশ। গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তিনি প্রায় পঙ্গু হয়ে গেছেন।
আমির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান। ছয় থেকে সাত বছর আগে মাকে হারিয়ে তারা তিন ভাই-বোন ঢাকায় চলে আসেন। নয়াপাড়ায় একটি টিনশেড বাসায় তিন ভাই-বোন থাকেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা