মোয়াজ্জিনের মোটরসাইকেলে আগুন, ছাত্রদল নেতার পদ স্থগিত
- কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
- ২৬ জানুয়ারি ২০২৫, ২৩:২৯
ব্যক্তিগত আক্রোশে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিনের মোটরসাইকেলে আগুন দেয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গামাটির কাউখালীর কলমপতি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাছিউর রহমান রুমেলের পদ স্থগতি করেছে উপজেলা ছাত্রদল।
রোববার (২৬ জানুয়ারি) কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান ও সদস্যসচিব জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা যায়, গতকাল শনিবার রাতে কলমপতির ডাব্বুনিয়া গাড়িছড়া জামে মসজিদে এশার নামাজ চলাকালীন ব্যক্তিগত আক্রোশ থেকে ওই মসজিদের মোয়াজ্জিন মামুনুর রশিদের মোটরসাইকেল জ্বালিয়ে দেন কলমপতি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাছিউর রহমান রুমেল। এ ঘটনার পর রাতে সামাজিক বৈঠকে ছাত্রদল নেতা রুমেলকে অর্থদণ্ডসহ বিচারের মুখোমোখি করা হয়।
পরে স্থানীয়ভাবে বিষয়টি দলীয় ফোরামে তুলে ধরার পর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গঠনন্ত্র অনুযায়ী জনমনে আতঙ্ক সৃষ্ঠিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে রুমেলের দলীয় পদ স্থগিত করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্রদলের যাবতীয় কার্যক্রম থেকে তাকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা