কক্সবাজারে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত
- রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)
- ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৫
কক্সবাজারে চকরিয়ায় বন্য হাতির আক্রমণে আবু ছিদ্দিক (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মো: ইলিয়াস (৪৫) নামে আরো একজন।
রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব পাড়ার নরফাঁড়ি এলাকার ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।
নিহত আবু ছিদ্দিক (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জুম নগর এলাকার আব্দুল গণির ছেলে ও আহত ইলিয়াস (৪৫) ওই এলাকার আবুল হোছেনের ছেলে বলে জানা গেছে।
ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। আবু সিদ্দিক প্রতিদিনের মতো বন এলকায় বাগানে কাজ করেন। তার সাথে বিটের কয়েকজন ফরেস্ট গার্ড ও ছিল। কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার পথে নরফাঁড়ি এলাকায় পৌঁছালে বন্যহাতির কবলে পড়ে যায়।
এ সময় প্রথমে ইলিয়াসকে শুঁড় দিয়ে আছাড় মেরে আহত করে। পরে পেছনে থাকা আবু ছিদ্দিককে পায়ে পিষ্ট করলে তিনি মারা যান। এ সময় সাথে থাকা ফরেস্ট গার্ডররা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সিদ্দিককে মৃত ঘোষণা করেন। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা