৮ ফেব্রুয়ারি কক্সবাজারে জামায়াতের কর্মী সম্মেলন, প্রধান অতিথি জামায়াত আমির
- কক্সবাজার অফিস
- ২৬ জানুয়ারি ২০২৫, ২১:১৬
আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ড. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিকে আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে আসন্ন ওই কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে দায়িত্বশীলদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, পর্যটন শহরে আমিরে জামায়াতের আগমন অনেক তাৎপর্যপূর্ণ। জামায়াত এদেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার জায়গা। ৫ আগস্ট আমাদের বিজয়ের সূচনা মাত্র। চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য আমিরে জামায়াতের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘরে জামায়াত আমিরের আগমনের বার্তা পৌঁছাতে হবে।
জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, জেলা নায়েবে আমির মুফতি হাবিব উল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, আবদুল্লাহ আল ফারুক, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইসলামাবাদী এবং দেলোয়ার হোসেন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা