২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

লোহাগাড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লালারখিল এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি এলাকার নুরুল কবিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন হেলালী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, গতকাল (শনিবার) বেলা ১২টার দিকে আব্দুর রহমান খেলার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে ভাত খাওয়ার সময় হলেও সে বাড়ি ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পায়নি। পরে আজ সকাল ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখা যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এই বিষয়ে থানা পুলিশকে কেউ অবগত করেনি।


আরো সংবাদ



premium cement