বান্দরবানে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত
- বান্দরবান প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫১, আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৭
বান্দরবানের লামায় রোববার ভোরবেলা বন্য হাতির আক্রমণে মো: কালু (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি উপজেলার সরই ইউনিয়নের একটি পানের বরজে কাজ করতেন।
জানা গেছে, ভোর ৪টার দিকে পাহাড় থেকে হাতির একটি দল খাবারের খোঁজে আসে। খামারের একটি ঘরে ঘুমিয়ে থাকা কালুকে দলটি আক্রমণ করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা বন বিভাগের কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, ‘হাতির আক্রমণে কালু নামে এক শ্রমিকের নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।’
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।