ন্যায় প্রতিষ্ঠার জন্য ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে : অ্যাডভোকেট আনোয়ার
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৫ জানুয়ারি ২০২৫, ২১:৪৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠার জন্য সব ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।
শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পৌরসভা শাখার উদ্যোগে পৌরসদরে বার্ষিক পরিকল্পনার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌরসভা আমির অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় পৌর সদরের ৮০ জন দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, চট্রগ্রাম দক্ষিণ জেলার সহ-সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ, পৌর সেক্রেটারি মাওলানা মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ উদ্দিন চৌধুরী রাজু প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা