২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

বদরুদ্দোজা মুসলিম উম্মাহর বড় খেদমত করেছেন : এ টি এম মাছুম

- ছবি : নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম বলেছেন, ‘জামায়াতে ইসলামীর ফেনী জেলার সাবেক আমির এ জি এম বদরুদ্দোজা ইসলামী আন্দোলন তথা মুসলিম উম্মাহর বড় খেদমত করে গেছেন।’

শনিবার (২৫ জানুয়ারি) বাদ যোহর ফেনী শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে জামায়াতে ইসলামীর ফেনী জেলার সাবেক আমির মাওলানা আবু জাকের মোহাম্মদ বদরুদ্দোজার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে এ টি এম মাছুম এসব কথা বলেন।

মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম বলেন, ‘ছাত্রজীবন থেকেই এ জি এম বদরুদ্দোজার সাথে আমার পরিচয় ছিল। কুমিল্লায় থাকাকালে ঘনিষ্ঠভাবে ওঠাবসা হতো। সবসময় তিনি পান খেয়ে মুচকি হেসে কথা বলতেন। তার এ গুণটি আমার পছন্দনীয় ছিল, অনেকদিন মনে থাকবে তাকে।’

মরহুমের প্রথম জানাজায় ইমামতি করেন আবু তাহের মোহাম্মদ মাছুম। সন্ধ্যায় সিলোনীয়া হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর আনছারি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শনিবার ভোরে নিজবাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী এ জি এম বদরুদ্দোজা। একমাত্র ছেলে আবদুল্লাহিল ফাহিম সহকারী অ্যাটর্নি জেনারেল। আমৃত্যু তিনি সোনাপুর জামে মসজিদের সভাপতি ছিলেন। জীবদ্দশায় ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, শাহীন অ্যাকাডেমি, সিলোনীয়া ফাজিল মাদরাসা, ফুলগাজী দারুল উলুম মাদরাসা, দাগনভূঞা অ্যাকাডেমি, সোনাগাজী আল-হেলাল অ্যাকাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন।


আরো সংবাদ



premium cement
নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু আ’লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

সকল