রাঙ্গামাটিতে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন
- কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:৫০
রাঙ্গামাটির কাউখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ছিদ্দিক-ই আকবর রা: দাখিল মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মসজিদ মিশন, ওলামা মাশায়েখ ও মজলিসুল মোফাসসিরিন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মাওলানা এ বি এম তোফায়েল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক অবদুল আলীম।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পৌর জামায়াতের সাবেক নেতা কাজী ইসহাক নুর। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, সেক্রেটারি ডা. ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাউখালী উপজেলা শাখার সভাপতি মো: ফরহাদ মাহমুদ, সেক্রেটারি মো: ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া নয়টি ইউনিটের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আগামী সেশনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।