কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে বৈষম্য থাকবে না : শামসুল ইসলাম
- চট্টগ্রাম ব্যুরো
- ২৪ জানুয়ারি ২০২৫, ২০:১০
কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে বৈষম্য থাকবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘কোরআন ও হাদিসের আলোকে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সমাজে ধনী-গরিব বৈষম্য থাকবে না। সকল শ্রেণি পেশার মানুষের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ইসলামী সংগঠনগুলো।’
তিনি বলেন, ‘আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি উন্নত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশপ্রেমিক তৌহিদি জনতাকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।’
শুক্রবার (২৪ জানুয়ারি) সাতকানিয়া উপজেলার চরতী দুরদুরী মুহাম্মদিয়া সিনিয়র মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল ফয়েজ, চরতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম ও সাতাকানিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।