২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

টেকনাফে পাহাড় থেকে অপহৃত ১৫ জনকে উদ্ধার, গ্রেফতার ২

কক্সবাজার জেলা ম্যাপ - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১৫ জন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দু’অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে টেকনাফের বাহারছরা ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে জেলা পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার মো: রহমত উল্লাহ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘দীর্ঘদিন ধরে একটি অপহরণকারী চক্র রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফ ও উখিয়া এলাকার বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশু ও নিরীহ মানুষকে অপহরণ করে পাহাড়ে নিয়ে মুক্তিপণ দাবি করে আসছে।’

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের একাধিক টিম টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযানে নামে। শুক্রবার ভোরে পুলিশের টিম বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অপহরণকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে মোহাম্মদ হারুন ও নুর মোহাম্মদ নামে অপহরণকারী চক্রের দু’সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করে। তাদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন বাংলাদেশী গ্রামবাসী এবং ১০ জন রোহিঙ্গা রয়েছে।

পুলিশ সুপার আরো জানান, উদ্ধার হওয়া এসব ভিকটিম উখিয়া-টেকনাফ থানার বিভিন্ন এলাকার এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

অপহরণকারী চক্র এসব ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১৬ থেকে ১৭ দিন ধরে ধাপে ধাপে তাদের অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের জন্য গহিন পাহাড়ে আটক রাখে।

গ্রেফতার দু’জন ছাড়াও ২০ থেকে ২৫ জন সঙ্ঘবদ্ধ অপহরণ চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশী ও রোহিঙ্গা শরাণার্থীদের নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধ সঙ্ঘটিত করে আসছিল। এ ঘটনায় অপহরণকারী চক্রের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে জানিয়েছেন পুলিশ সুপার।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল