২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২ বাংলাদেশী

স্থলমাইন বিস্ফোরণে আহত বাংলাদেশী - ছবি : নয়া দিগন্ত

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দু’বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী এবং দোছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলী হোছেন (৩৭) ও মো: আরিফ উল্লাহ (৩৫)।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী এবং দোছড়ি ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ৪৭ থেকে ৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় কাঁটাতারের পাশের এলাকা দিয়ে মিয়ানমারে গরু আনতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন দু’বাংলাদেশী যুবক। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪৭ থেকে ৪৮ সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমারের পুরাতন মাইজ্জা এলাকা দিয়ে সকাল ১০টার দিকে বিকট শব্দ করে একটি মাইন বিস্ফোরণ হয়।

ওই স্থলমাইন বিস্ফোরণে ৮ নম্বর ওয়ার্ডের আশারতলী গ্রামের মো: হোসনের ছেলে মো: আলী হোসেন (৩৭) নামে একজনের পা উড়ে যায়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামশুল আলম জানান, ‘স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন আলী হোছেন এবং আরিফ উল্লাহ। তারা মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়েছিল।’

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্তে মাইন বিস্ফোরণে আলি হোছেন ও আরিফ উল্লাহ নামে দু’জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল