ভারত আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে : ডা. তাহের
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:৩১
ভারত আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ আমাদের ভাইদের শহীদ করেছে। হামলা-মামলা ও বাড়িঘর লুটপাটসহ বিভিন্নভাবে নির্যাতন করেছে। এরপরও আমরা পালিয়ে যাইনি।’
তিনি বলেন, ‘আমাদের জন্ম বাংলাদেশে, আমরা বাংলাদেশেই ছিলাম। কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে ভারতকে সব কিছু দিয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের আওয়ামী লীগের সভাপতিসহ তৃণমূল নেতারাও ভারতে পালিয়েছে।’
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহফিলে তাশরিফ পেশ করেন বগুড়া দারুল আমিন আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামিক স্কলার ক্বারী আবদুল্লাহ আল আমিন, ঢাকার মুগদা বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান আজহারী, ঢাকা ন্যাশনাল আইডিয়েল কলেজের অধ্যাপক মাওলানা লোকমান হোসেন।
এ সময় মাহফিলে সভাপতিত্বে করেন মধুগ্রাম ঝিনারহাট ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন শিল্পী মসিউর রহমান ও ওয়ায়দুল্লাহ তারেক।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, কনকাপৈত ইউনিয়ন জামায়াত আমির মাওলানা হাসান মজুমদার।
এ সময় কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, কনকাপৈত ইসলামী সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক মাওলানা নুর আহম্মদ, সদস্য মাওলানা ইয়াছিন, মাওলানা আমিনুল ইসলাম, জামাল উদ্দিন লিটন, হাফেজ মনির হোসেন, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়েল নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা