২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

দাগনভূঞায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

-

ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও পণ্যের উৎপাদন এবং মেয়াদের তথ্যসহ মূল্য তালিকা না থাকার অপরাধে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার এলাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি বেকারি/কনফেকশনারিসহ ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এর মধ্যে বনফুলকে ৫ হাজার, আমানিয়া সুইটসকে ৩ হাজার, মধুমেলাকে ৩ হাজার, স্টারলাইন সুইটসকে ৩ হাজার এবং একটি ওষুধের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযানগুলো চলমান থাকবে।


আরো সংবাদ



premium cement