নিখোঁজের ৪ দিন পর খড়ের নিচ থেকে আদিবার লাশ উদ্ধার
- শেখ ওমর ফারুক, মতলব (চাঁদপুর)
- ২৩ জানুয়ারি ২০২৫, ২০:১৪
চাঁদপুরের মতলবে নিখোঁজের চার দিন পর স্কুলশিক্ষার্থী আদিবা ইসলামের (৮) লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে খড় (গো-খাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ।
আদিবা উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর মেয়ে। সে স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
এ ঘটনায় আটক দু’জন হলেন একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকার।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি বিকেল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় আদিবা। এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে তার সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামীমা আক্তার গত ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি জিডি করেন।
এরপর শিশু আদিবাকে উদ্ধার করতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে বাড়ির আশপাশের বিভিন্ন পুকুর ও ডোবায় খোঁজাখুজি (উদ্ধার অভিযান) শুরু করেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খোঁজাখুজির এক পর্যায়ে বিকেল ৪টার দিকে ওই এলাকার আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, আদিবা চার দিন আগে নিখোঁজ হয়। তার মা থানায় জিডি করলে আজ আমরা তল্লাশি চালিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুরপাড় থেকে আদিবার লাশ উদ্ধার করি। এ ঘটনায় একই এলাকার ইমন ও ইয়াসিন নামে দু’জনকে আটক করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা