নোবিপ্রবিতে বিকন অব ব্রিলিয়্যান্স আয়োজন করছে ছাত্রশিবির
- সাজিদ খান, নোবিপ্রবি
- ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগে মেধাতালিকার শীর্ষ শিক্ষার্থীদের জন্য ইসলামী ছাত্রশিবির আয়োজন করছে ‘বিকন অব ব্রিলিয়ান্স : এ লুমিনারিস অ্যাসেম্বলি-২০২৫’।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৫ টায় নোবিপ্রবি ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) এর শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হচ্ছে।
মূলত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও তাদের সাফল্যের উদযাপন এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করছে সংগঠনটি। অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চিঠি পৌছিয়ে দেয়া হবে।
অনুষ্ঠানটি আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। তবে কোথায় হবে তা পরে জানানো হবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
এর আগে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে শিক্ষাসফর সম্পন্ন করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা