কক্সবাজারে বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিমের শাস্তির দাবিতে বিক্ষোভ
- গোলাম আজম খান, কক্সবাজার অফিস
- ২২ জানুয়ারি ২০২৫, ২১:১২
কক্সবাজারে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত জসীম উদ্দিনের শাস্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কক্সবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
এ সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে বের হয়ে বিশাল মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ স্বরণী হয়ে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাবেক আইজিপি বেনজিরের ক্যাশিয়ার জসিম, তার স্ত্রী তানজিনা সুলতানা, ভাই মাসুদ কুখ্যাত চোরাচালানকারী, স্বীকৃত প্রতারক, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং কক্সবাজারের পর্যটনখাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই প্রতারক কক্সবাজারের স্থানীয় বিএনপির নেতাদের এবং সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলকে জড়িয়ে কুৎসা রটনা করে চলছে।
বক্তারা আরো বলেন, প্রতারণার মাধ্যমে অর্থের মালিক হওয়া চট্টগ্রামের চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী জসীম উদ্দিনকে কক্সবাজারে আর আসতে দেয়া হবে না।
এ সময় বক্তারা জসিমসহ তার সহযোগিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
এতে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাবুদ পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দল নেতা সরওয়ার রুমন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা