২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে ভারত : শাহজাহান চৌধুরী

সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের আলমগীর পাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বলেছেন, পাশের দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের আবার লড়াই-সংগ্রাম করতে হবে ভারতের বিরুদ্ধে। আমরা আমাদের এক ইঞ্চি জমিও ভারতকে ছেড়ে দেব না।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের আলমগীর পাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ফারাক্কার পানি শেখ হাসিনা আনতে পারেনি। ইনশাআল্লাহ ফারাক্কার পানি আনবে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।


আরো সংবাদ



premium cement