২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

আটক মঈন উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে রিজিয়া আক্তার আক্তার আঁখি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আঁখির স্বামী মঈন উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

রিজিয়া আক্তার আঁখি উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ভূঁইয়া বাড়ির শাহ আলমের মেয়ে বলে জানা গেছে।

আঁখির বাবা শাহ আলম বলেন, ‘বুধবার দুপুরে আমার মেয়ের জামাইয়ের মামাতো ভাই আমাকে ফোন দিয়ে বলে আপনি একটু মেয়ের বাড়িতে (শ্বশুর বাড়ি) আসেন। তখন আমি জিজ্ঞেস করি কেন? তখন তিনি বলেন, আপনার মেয়ে মারা গেছে। তখন সবাই মিলে ওই বাড়িতে যাই। গত এক সপ্তাহ আগে আমার মেয়ে আঁখিকে স্বামী মঈন উদ্দিন মারধর করায় রাগ করে আমাদের বাড়িতে চলে আসে। পরে তার স্বামী এসে আর তাকে মারধর করবে না বলে স্বামীর বাড়িতে নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমার মেয়েকে তারা মেরে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এই হত্যার বিচার চাই। এই ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম শিফাতুল মাজদার বলেন, ‘বুধবার দুপুরে রিজিয়া আক্তার আঁখি নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনিব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন রাইডিং শেয়ারিং চালকের কারণে গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা চালক ও পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি বাতিল বাংলাদেশে বেসরকারি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র দাফতরিক কাজে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশী বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা গাজা জয় লাভ করেছে : ইরানের সর্বোচ্চ নেতা ‘শীতার্তদের পাশে দাঁড়ানো করুণা নয়, নৈতিক দায়িত্ব’ পরিবেশগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক এস কে সুর পরিবারের ব্যাংকে থাকা লকার জব্দের আদেশ

সকল