২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

সাবেক এমপি নদভী - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের হওয়া দু’টি বিস্ফোরক মামলায় সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে পৃথক দুই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত।

চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, লোহাগাড়া ও সাতকানিয়া থানায় সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুই মামলায় তিন দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত শুনানি শেষে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নদভীর বিরুদ্ধে জেলার সাতকানিয়া, লোহাগাড়া ও নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর গ্রেফতার হন ঢাকায় তিনি। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত।

২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নেজামুদ্দিন নদভী। দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান। তার বিরুদ্ধে নিজ সংসদীয় এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দখল করার অভিযোগ রয়েছে নদভীর বিরুদ্ধে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement