আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩
- নুরুন্নবী ভুইয়া, আখাউড়া
- ২২ জানুয়ারি ২০২৫, ১৯:০৭
আখাউড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিকেলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করা হয়েছে।
গ্রেফতার তিনজনের মধ্যে দু’জন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একজন সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ বুধবার সকালে আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: সেলিম মিয়া ও মো: টিটু মিয়াকে গ্রেফতার করে। একই সময়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: ফজলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার তিন শীর্ষ মাদককারবারিকে বুধবার দুপুরে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোর্পদ করেছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদককারবারি কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা