২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

টেকনাফ সীমান্তে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২২ জানুয়ারি, বুধবার। - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার (২২ জানুয়ারি) বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দুই দিনের মাদকবিরোধী বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে।

নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত FURUNO RADAR-এর মাধ্যমে সীমান্তে গতিবিধি পর্যালোচনার মাধ্যমে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও লেদা বিওপির দুটি পৃথক আভিযানিকদল মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রের কয়েকজন সদস্য দু’টি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপর পাশে পালিয়ে যায় এবং আরো কয়েকজন কয়েকটি বস্তা নিয়ে আলিখালের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে রাতের আধাঁরের সুযোগে খরেরদ্বীপ হয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবির আভিযানিক দল আজ বুধবার (২২ জানুয়ারি) রাতে পুরো এলাকা তল্লাশি করে বিভিন্ন বস্তায় বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় সর্বমোট চার লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার এবং চোরাচালান রোধকল্পে কঠোর অবস্থান নিয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্তে কার্যকরী টহল পরিচালনা এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিগত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে তারা।


আরো সংবাদ



premium cement
সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিল সাভারে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাকারী সেই আ’লীগ নেতা ৭ দিনের রিমান্ডে রংপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে চারদিনব্যাপী পিঠামেলা শুরু ঢাবিতে সেই ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলেই আইনি ব্যবস্থা সাভারে অটোরিকশাচালক শওকত আলী হত্যার রহস্য উদঘাটন ২০২৪ সালে ব্রাজিলে দাবানলে ইতালির সমান যায়গা পুড়ে গেছে স্ত্রীর করা মামলায় নবাবগঞ্জ আওয়ামী লীগ নেতা পাবেল গ্রেফতার যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত কুমিল্লায় নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমের পিতার ইন্তেকাল

সকল