২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

টেকনাফ সীমান্তে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২২ জানুয়ারি, বুধবার। - ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার (২২ জানুয়ারি) বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দুই দিনের মাদকবিরোধী বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করবে।

নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত FURUNO RADAR-এর মাধ্যমে সীমান্তে গতিবিধি পর্যালোচনার মাধ্যমে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও লেদা বিওপির দুটি পৃথক আভিযানিকদল মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদীর পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রের কয়েকজন সদস্য দু’টি বস্তা ফেলে নদী সাঁতরে সীমান্তের অপর পাশে পালিয়ে যায় এবং আরো কয়েকজন কয়েকটি বস্তা নিয়ে আলিখালের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে রাতের আধাঁরের সুযোগে খরেরদ্বীপ হয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবির আভিযানিক দল আজ বুধবার (২২ জানুয়ারি) রাতে পুরো এলাকা তল্লাশি করে বিভিন্ন বস্তায় বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় সর্বমোট চার লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার এবং চোরাচালান রোধকল্পে কঠোর অবস্থান নিয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্তে কার্যকরী টহল পরিচালনা এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিগত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে তারা।


আরো সংবাদ



premium cement
সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত রাঙ্গাবালীতে কলেজ কমিটি নিয়ে অসন্তোষ : সভাপতির মামলা, শিক্ষার্থীদের আল্টিমেটাম সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সকল